• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
                               
শিরোনাম:

আমাদের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে: কৃষিমন্ত্রী

রিপোর্টার: / ৫১৫ বার ভিজিট
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
আমাদের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে: কৃষিমন্ত্রী
আমাদের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর ওই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। লাখ লাখ শহিদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কে কি বললো, এটা বড় কথা নয়। হোক দেশি কিংবা বিদেশি, এদের কারো কথায় নয়, আমাদের পবিত্র সংবিধান অনুযায়ি আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ, সংবিধানেই সমস্ত ক্ষমতা দেয়া হয়েছে।’ কৃষিমন্ত্রী শনিবার রাতে তার সংসদীয় আসনে (ধনবাড়ী ও মধুপুর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন) ধনবাড়ীর নওয়াব মঞ্জিলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। পরে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিশেষ করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়নের (এলডিডিপি) আওতায় ধনবাড়ীর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম এবং এলডিডিপি প্রকল্পের মহিলা সদস্যদের মধ্যে মুরগির ঘর বানানো বাবদ বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।

ড. রাজ্জাক বলেন, ‘আপনারা জানেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটানা তিন বার (প্রায় ১৫ বছর) এই সরকার ক্ষমতায়। এই সরকারের ৩য় মেয়াদ প্রায় শেষের দিকে। সামনে জাতীয় নির্বাচন। শেখ হাসিনা সরকারের অধীনে অনেক উন্নয়ন হয়েছে। যা বর্তমানে দৃশ্যমান। এমন কোনো খাত নেই উন্নয়ন হয়নি। এ উন্নয়নে দেশের জনগণ আবারও শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করবে। আমরা যে বাংলাদেশ সৃষ্টি করেছি এটা আরও উন্নত হবে। সারা পৃথিবীতে আমরা মর্যাদাশীল জাতি হয়ে মাথা উঁচু করে কথা বলবো।’

কৃষিমন্ত্রী শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের শিশু সন্তানদের এখন থেকে সঠিক যত্ম নিতে হবে। তাদেরকে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য দিতে হবে। এতে তাদের মেধা আরও ভালো হবে। মেধা ভালো হলে তারা দেশ সেবায় এগিয়ে আসবে। তাই আপনারা নিজ-নিজ সন্তানদের যত্ম নিবেন।’ ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুল হুদা ও জেবউন নাহার লিনা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ প্রমুখ বক্তৃতা করেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক গণমাধ্যমকর্মী ও সুধিজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ১১:২০)
  • ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Our Website Visitors Summary

  • ৩৫৬
  • ৪৫
  • ৩৯৮
  • ১,৬২৯
  • ১৮,৮৪৩
  • ২৭,৭৩৪
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com