ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে প্রথমবারের মতো ইসরায়েলে কৃষি শ্রমিক পাঠাবে থাইল্যান্ড সরকার। সোমবার (২৪ জুন) থাইল্যান্ডের শ্রম মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে এই বছরের শেষ নাগাদ ইসরায়েলে ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর রয়টার্সের।
গত অক্টোবরে যুদ্ধ শুরুর আগে ইসরায়েলে ৩০ হাজার থাই শ্রমিক কাজ করছিল, যা দেশটিতে অন্যতম বৃহৎ অভিবাসী গ্রুপ।থাই সরকারের হিসাব অনুযায়ী, ইসরায়েলে হামাসের অভিযানের সময় ৩৯ জন থাই শ্রমিক নিহত হয়েছিল এবং ৩২ জনকে জিম্মি করা হয়েছিল। এই ৩২ জনের মধ্যে ছয়জন এখনও জিম্মি রয়েছেন।
এক বিবৃতিতে থাই শ্রম মন্ত্রণালয় জানায়, আমরা ইসরায়েল সরকারকে থাই শ্রমিকদের নিরাপত্তা প্রদানের জন্য ব্যবস্থা নিতে বলেছি।
শ্রমিকদের প্রথম ১০০ জনের দল মঙ্গলবার রাজধানী ব্যাংকক থেকে যাত্রা করবে। পরবর্তী দল জুলাইয়ের শুরুতে ইসরায়েলে যাবে। অবস্থার পরিবর্তন, উচ্চ মজুরি ও দেনা থেকে বের হওয়ার জন্য থাই শ্রমিকরা ইসরায়েলে গিয়ে থাকেন।