সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজার সংলগ্ন এম. আর ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) স্কুলের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইব্রাহিম খলীল। কর্মশালায় এম. আর ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার মণ্ডলের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রাইড ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. আব্দুর রহমান। এসময় তিনি বলেন, ‘পেশাগত সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক। শিক্ষকের শেখার ইচ্ছা থাকতে হবে। শেখার ইচ্ছাই শিক্ষককে জাগ্রত করে রাখে। প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষকদের গুণগত মান বাড়বে বলে মন্তব্য করেন তিনি।’ কর্মশালায় উপস্থিত ছিলেন এম. আর ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক মো. মুজাহিদ, সাজিদা খাতুন, পারুল, নাজমুল ইসলাম, রেশমা খাতুন, রাবেয়া খাতুন, সুরাইয়া খাতুন প্রমুখ। এসময় স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ শফিকুজ্জামানের নির্দেশনায় শিক্ষার মানোন্নয়ন, অভিভাবকদের বসার সুব্যবস্থা এবং শিক্ষকদের আরো আন্তরিক হওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।