লোহাগাড়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘী এলাকায় যাত্রীবাহী ২টি বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১২ সেপ্টম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুর রহমান জানান, মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘী এলাকায় চট্টগ্রামমুখী পূরবী বাসের সাথে কক্সবাজারমুখী সৌদিয়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৮ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।