• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
                               
শিরোনাম:

নলতা হাইস্কুলে শিক্ষকের মারপিটের পর শিক্ষার্থীর মৃত্যু!

হাবিবুল্লাহ বাহার / ৫৪৪ বার ভিজিট
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩

শিক্ষকদের অবরুদ্ধ করে ব্যাপক বিক্ষোভ ভাঙচুর

কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের মারপিটের পর রাজপ্রতাপ দাশ (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক—কর্মচারিদের অবরুদ্ধ করে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর করেছে ছাত্র, অভিভাবক ও এলাকাবাসী। রোববার বেলা ৩ টার দিকে উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পসে এ ঘটনা ঘটে। সরেজমিন নলতা মাধ্যমিক বিদ্যালয়ে যেয়ে দেখা গেছে, শিক্ষকের মারপিটে নবম শ্রেণির শিক্ষার্থী রাজপ্রতাপের মৃত্যু হয়েছে এমন অভিযোগে দোষী শিক্ষকের বিচার দাবিতে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা স্লোগান দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই স্কুলের শিক্ষকদের ব্যবহৃত ৮ টি মোটরবাইক ভাঙচুর ও দু’টি মোটরবাইক আগুন দিয়ে জ¦ালিয়ে দেয় বিক্ষুব্ধরা। প্রধান শিক্ষকের অফিস কক্ষের চেয়ার, টেবিল, টিভি, আসবাবপত্র ভাঙচুর ও তছনছের পাশাপাশি ভেঙ্গে ফেলা হয় স্কুলের কয়েকটি জানালার গ্লাস।

খবর পেয়ে কালিগঞ্জ, দেবহাটা ও সাতক্ষীরা থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে যেয়ে দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি কিছুটি নিয়ন্ত্রণে আসার পর সন্ধ্যার দিকে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খা ও মনিরুল ইসলামকে একটি মাইক্রোবাসে এবং অপর একটি মাইক্রোবাসে করে অবরুদ্ধ অন্যান্য শিক্ষক কর্মচারিদের পুলিশ পাহারায় ক্যাম্পাস থেকে বের করে নিয়ে যায় পুলিশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ শিক্ষকদের উদ্ধৃতি দিয়ে জানান, সকাল সাড়ে ৯ টার দিকে স্কুলের এক্সটেনশন বিল্ডিংয়ের তৃতীয় তলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটছিল ৫/৬ জন সহপাঠী। এ সময় সেখানে উপস্থিত ছিলো নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাশ, মুশফিকুর রহমান, জোবায়ের ও আর রাফি। সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ ও মনিরুল ইসলাম বিষয়টি দেখতে পান। এ ঘটনায় রাজপ্রতাপ দাশসহ ৪ জনকে মারধর করে অবকাশ চন্দ্র খাঁ। পরে বিষয়টি জানানো হয় রাজপ্রতাপের পিতা নলতা বাজারের মুদি ব্যবসায়ী ও ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা চন্ডিপুর গ্রামের দীনবন্ধু দাশকে। বিকেল তিনটার দিকে হঠাৎ বিক্ষুব্ধ এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা রাজপ্রতাপের লাশ নিয়ে ক্যাম্পাসে এসে বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে। শিক্ষক ও কর্মচারিরা এসময় ভীত সন্ত্রস্ত হয়ে শিক্ষক মিলনায়তনে আশ্রয় নেন। বিক্ষুব্ধরা শিক্ষক মিলনায়তনের তালা ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা চালায়। খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মামুন রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে নিহতের কাকীমা তাপসী দাশ (৪০) জানান, রাজপ্রতাপ বেলা ১২ টার দিকে বাড়িতে এসে জলপান করে বাথরুমে যায়। সেখান থেকে বের হয়ে বমি করে। এ সময় সে বুকে ব্যথা করছে জানিয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। সে অনুযায়ী রাজপ্রতাপকে নলতা হাসপাতালের নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। লাশ বাড়ি আনার কিছুক্ষণ পর কিছু শিক্ষার্থী ও এলাকাবাসী সেখান থেকে লাশ নিয়ে যায়। এসময় রাজপ্রতাপের বাড়িতে চলছিল শোকের মাতম।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুর রহমান জানান, আমরা সাড়ে ৩ টার দিকে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অভিযোগের তীর যে শিক্ষকদের দিকে তাদেরকে হেফাজতে নিয়েছি। পরবর্তীতে তথ্য যাচাই বাছাই করে যারা অভিযুক্ত হবেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। রাত সাড়ে ৮ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক থানায় রয়েছেন বলে জানা গেছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • সোমবার (সকাল ৯:৫২)
  • ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Our Website Visitors Summary

  • ১৬
  • ৪৫
  • ৪১৪
  • ১,৬৪৫
  • ১৮,৮৫৯
  • ২৭,৭৫০
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com