রূপময় ঋতু বর্ষার প্রথম দিন আজ। নানা আয়োজনে চলছে বর্ষাবন্দনা। আষাঢ়ের প্রথম দিনে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে বর্ষা উৎসবের আয়োজন করে উদীচী। বাংলা একাডেমির নজরুল মঞ্চে এবারের বর্ষা উৎসব ছিলো প্রতিবাদের। প্রাণ-প্রকৃতি ধ্বংস করে যে নগরায়ন, তার প্রতিবাদ জানিয়ে সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে বর্ষা বন্দনা করেছেন উদীচীর শিল্পীরা।
বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে এসেছে বর্ষা ঋতু। গ্রীষ্মের ধুলোমলিন জীর্ণতাকে ধুয়ে ফেলে প্রকৃতি সাজছে পূর্ণতায়।
মেঘের ভেলায় ভেসে প্রকৃতিতে আগমন ঘটেছে বর্ষার। আকাশে মেঘের ঘনঘটা। বাতাসে কদমফুল দোল দিয়ে যায়, অপেক্ষায় থাকে বর্ষায় ভিজে তার সৌন্দর্যের জানান দেয়ার।
ব্যস্ত নাগরিক জীবনে আষাঢ়ের সজীব রূপ তুলে ধরতে বর্ষা উৎসবের আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী। বৃহস্পতিবার দিনের প্রথম প্রহরে বাংলা একাডেমির নজরুল মঞ্চে উৎসবের সঙ্গে মিশে যেতে আকাশি ও নীল রঙের শাড়ি আর খোঁপায় ফুল দিয়ে সেজেছে প্রকৃতিপ্রেমিরা।
আকাশে হালকা মেঘ, সাথে মৃদু বাতাস ছুঁয়ে যায় মঞ্চের শিল্পী ও সামনে থাকা দর্শকদের। নৃত্য, সংগীত আর আবৃত্তি মন ছুঁয়ে যায়।
প্রাণ-প্রকৃতি ধংস করে যে নগরায়ন হচ্ছে, উদীচীর এবারের বর্ষা উৎসবে ছিল তারই প্রতিবাদ। ‘দাও ফিরে.. সে অরণ্য.. লও এ নগর’। এই ছিলো উৎসবের শ্লোগান। পুরো আয়োজনজুড়ে ছিল প্রকৃতি বাঁচানোর আকুতি। উৎসবের প্রত্যাশা ছিল, প্রকৃতির সাথে মানুষের বিরূপ আচরণবন্ধ হোক। ফিরে আসুক ষড়ঋতুর সৌন্দর্য।