শ্রীনগরে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তোহা মোহাম্মদ শাকিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, পল্লী বিদ্যুৎ (শ্রীনগর জোনাল) ডিজিএম মদন গোপাল সাহা।
এছাড়া উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, সাবেক প্রচার সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম, কুকুটিয়া ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান জাকিয়া সুলতানা রুজী প্রমুখ।