বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম অফিসের প্রয়াত আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ শনিবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল, খতমে কোরআন এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
দিদারুল আলম বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ও চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ২০২২ সালের ১৯ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও স্বজন রেখে গেছেন।