নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৮ টায় সাতক্ষীরা সদর উপজেলার প্রাইড ফাউন্ডেশন চত্বরে মাধবকাটি-ছয়ঘরিয়া এলাকাবাসীর উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সাখাওয়াত হোসেন মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা জামাল নাছের ডিউক, জাহাঙ্গীর কবীর, মোঃ নজরুল ইসলাম, কামরুল হোসেন, আলী সুমন, সোহাগ, ফিরোজ, হাসিব, রফিকুল, শফিকুল ইসলাম তোতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্তরের জনগণ। দোয়া অনুষ্ঠানে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাধবকাটি বাজার জামে মসজিদের ইমাম মাও. নাসিরুদ্দীন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আরিজুল ইসলাম মিন্টু।
উল্লেখ্য, দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার ও ৮০/৯০ দশকের সামরিক শাসকবিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা হাবিবুল ইসলাম হাবিব সম্প্রতি (৭০ বছরের সাজাপ্রাপ্ত) কারামুক্ত হন।