আমরা প্রায়ই শুনি, ‘সুযোগ একবারই আসে, আর তা সঠিক সময়ে ধরতে না পারলে হাতছাড়া হয়ে যায়’। কিন্তু ৭০ বছর বয়সি তিজি হডসনের জীবনের ঘটনা আমাদের এই প্রবাদ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। তিনি ৪৮ বছর অপেক্ষা করার পর অবশেষে তার স্বপ্নের চাকরির নিয়োগপত্র হাতে পেয়েছেন—এমন একটি ঘটনা যা বাস্তব জীবনের তুলনায় কোনো সিনেমার কাহিনির মতো মনে হতে পারে।
তিজি হডসন, একজন সাবেক স্টান্টওম্যান, সম্প্রতি হাতে পেয়েছেন মোটরসাইকেল স্টান্ট রাইডারের জন্য এক অসাধারণ নিয়োগপত্র, যার জন্য তিনি আবেদন করেছিলেন ১৯৭৬ সালে! নিয়োগপত্রটি সময়ের অভাবে হারিয়ে গিয়েছিল, আটকা পড়েছিল স্টেইনস পোস্ট অফিসের এক ড্রয়ারের পেছনে। প্রায় ৫০ বছর পর তা পুনরায় আবিষ্কৃত হয়েছে এবং হডসনের ঠিকানায় পাঠানো হয়েছে। নিয়োগপত্রটির সঙ্গে থাকা ছোট্ট একটি চিরকুটের মাধ্যমে এই দীর্ঘ বিলম্বের ব্যাখ্যাও দেওয়া হয়েছে: ‘স্টেইনস পোস্ট অফিস দ্বারা দেরিতে ডেলিভারি। একটি ড্রয়ারের পেছনে পাওয়া গেছে। মাত্র ৫০ বছরের মতো দেরি।’
এতদিন পরে পাওয়া নিয়োগপত্রটি হডসনের মনে তার যৌবনের স্বপ্নকে পুনরায় জাগিয়ে তোলে। তিনি বলেন, “আমি সবসময় ভেবেছি, কেন কোনো জবাব আসেনি। এখন বুঝতে পারছি, কেন তা ঘটেছিল।” লন্ডনের একটি ফ্ল্যাটে বসে যখন তিনি আবেদনপত্রটি লিখেছিলেন, তখন তিনি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন নিয়োগের জবাবের জন্য, কিন্তু কোনো উত্তর আসেনি। প্রতিদিন পোস্টবক্স চেক করে হতাশ হয়ে ফিরে আসতেন তিনি।
এমনি একটি ঘটনা যে মানুষকে হতাশার গভীরে ফেলে দিতে পারে, সেটাই হয়তো হয়েছিল তিজির ক্ষেত্রে। তিনি একজন মোটরসাইকেল স্টান্ট রাইডার হওয়ার জন্য প্রচণ্ড আগ্রহী ছিলেন, কিন্তু নিয়োগপত্রের উত্তর না পেয়ে সেই স্বপ্নকে ধীরে ধীরে বিদায় জানাতে বাধ্য হয়েছিলেন। তবে তিজি হাল ছাড়েননি। তিনি এক অসাধারণ জীবন গড়ে তুলেছেন। মোটরসাইকেল স্টান্ট রাইডার না হলেও, তিনি একজন অ্যারোব্যাটিক পাইলট এবং প্রশিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তার এই সাফল্য প্রমাণ করে, স্বপ্নের পথে বাঁধা এলেও জীবনের নতুন দরজা সবসময় খোলা থাকে।
এই নিয়োগপত্রটি তার জন্য তরুণ বয়সের একটি হারানো স্বপ্নের স্মৃতি নিয়ে এলেও, হডসন এতে কেবল আনন্দই পাননি, বরং এই অপ্রত্যাশিত ঘটনার মধ্যে জীবনের মজার এক অধ্যায় খুঁজে পেয়েছেন।
“এত সময় পর এই চাকরির প্রস্তাব পেয়ে আমি খুবই খুশি এবং একইসঙ্গে অবাক হয়েছি,” বলেন হডসন। “যদিও আমি সেই চাকরিতে আর যোগ দিতে পারিনি, তবুও এই নিয়োগপত্রটি আমার জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে।”
হডসনের জীবনের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। কখনো কখনো অপেক্ষার ফল আসে অনেক পরে, তবু তার সুর স্মৃতি ও অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবিত থাকে।