আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড (সমান সুযোগ) চায় আওয়ামী লীগ। নির্বাচনের আগে ভোটের সেই পরিস্থিতি তৈরি করতেও আহ্বান জানানো হয়েছে। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেই দাবিও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সাক্ষাৎকারে ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে এমন কথা জানিয়েছেন।
এমন কথার প্রতিক্রিয়া জানতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতারা বলছেন, কোনো এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন সম্ভব নয়। নির্বাচন করবে ইসি (নির্বাচন কমিশন)। ইসি ছাড়া তো নির্বাচন করার সুযোগ নেই। তবে দ্রুত নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায়। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক। রাজনৈতিক দল ছাড়া দেশ ভালো চলতে পারে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নির্বাচনের আগে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দেশে এখন মানবাধিকার, সুশাসন, বিচার কিছুই নেই। আমাদের লাখ লাখ নেতাকর্মীর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। খুনিদের ইনডেমনিটি দেওয়া হচ্ছে। এগুলো ঠিক করে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অবাধ নির্বাচন দিক।